ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা ভিডিও নির্মাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন ফেসবুক নির্মাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। গতকাল বুধবার (১৪ জুলাই) তিনি তার ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
মার্ক জাকারবার্গ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলেন, আমরা ফেসবুককে মিলিয়ন মিলিয়ন ভিডিও নির্মাতাদের জন্য সবচেয়ে সেরা প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা ভিডিও নির্মাতা বলে বিবেচিত হবেন তাদেরকে পুরস্কৃত করতে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ব্যয় করা হবে।
তিনি আরো জানান, ভিডিও নির্মাতাদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক।
খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন জাকারবার্গ।