ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া। আগামী ২৮ মার্চ রসগ্রাম নামের এ প্ল্যাটফর্ম উম্মোচন হবে বলে জানিয়েছেন রুশ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আলেক্সান্ডার যোবোভ।
রুশ কর্তৃপক্ষ গত সোমবার ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা’র মালিকানাধীন ইনস্টাগ্রাম সম্প্রতি হেইট স্পিচের উপর বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। রুশদের বিরুদ্ধে হেইট স্পিচ শেয়ার করলে অথবা রুশ সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানালে সেক্ষেত্রে হেইট স্পিচ সংক্রান্ত নীতিমালা প্রয়োগ হবে না বলে ইনস্টাগ্রামের ঘোষণায় বলা হয়। রাশিয়া ও দেশটির সৈন্যদের বিরুদ্ধে হেইট স্পিচকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে বিবেচনা করা হবে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি জানায়। ইনস্টাগ্রামের নীতিতে এ পরিবর্তনের প্রেক্ষিতে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে বলে মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন।
আলেক্সান্ডার যোবোভ বলেছেন, ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার ও টুলসসহ রাশিয়ান মোবাইল অ্যাপটি ২৮ মার্চ উম্মোচন করা হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ভার্সন ওই দিন রিলিজ হবে। নতুন এই অ্যাপ প্রথমে নেতৃস্থানীয় ব্লগার, বিনিয়োগকারী ও স্পন্সরদের ব্যবহার করতে দেয়া হবে। এপ্রিল মাসেই এটি সবার জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
যোবোভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, রসগ্রামে পেইড কনটেন্ট, ফান্ড রেইজিং, রেফারেল প্রোগ্রামসহ বিভিন্ন মনিটাইজেশন টুলস থাকবে। এছাড়াও ইনস্টাগ্রাম থেকে মিডিয়া ফাইল ও ডাটা ট্রান্সফারের ব্যবস্থা করতে পারে রসগ্রাম।