৪৪ বিলিয়ন ডলারে আবারও টুইটার কেনার চুক্তিতে ফিরেছেন মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার নির্বাহী প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত আইনী জটিলতা এড়াতেই মন বদলে আবারও পুরনো চুক্তিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার টুইটারকে দেওয়া এক চিঠিতে মাস্ক এই প্রস্তাব দেন বলে জানানো হয় প্রতিবেদনে।
এদিকে, মাস্কের চুক্তিতে ফিরে আসার খবরে টুইটারের শেয়ার দর আবারও বেড়েছে। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ২২ শতাংশ বেড়ে ৫২ ডলারে পৌঁছেছে।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার মাস্কের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে গণমাধ্যমকে বিস্তারিত জানানো থেকে বিরত থেকেছে। টুইটার কর্তৃপক্ষ চায়, আগের ঠিক হওয়া দামেই যেনো প্রতিষ্ঠানটি কিনে নেন মাস্ক।
এর আগে, চলতি বছরের এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে (শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার) টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। তবে এর কিছু সময় পরেই চুক্তিতে এক আজব শর্ত জুড়ে দেন তিনি। মাস্কের শর্ত ছিল, টুইটারের প্রকৃত অ্যাকাউন্ট কত, কতটি ফেইক অ্যাকাউন্ট বা বট রয়েছে- এ নিয়ে সঠিক তথ্য দিতে না পারলে টুইটার কেনার প্রক্রিয়া তিনি বাতিল করবেন। পরে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় টুইটার কর্তৃপক্ষ; মামলা ঠুকে দেয় মাস্কের বিরুদ্ধে।
তবে নতুন করে টুইটার কেনার প্রক্রিয়ায় ফেরার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি মাস্কের আইনজীবীরা।
টুইটার কেনার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আগামী ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার আদালতে টুইটার কর্তৃপক্ষ ও মাস্কের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে টুইটার কর্তৃপক্ষ চাইছে, আগের প্রস্তাবিত দামেই যেনো টুইটার কিনে নেন মাস্ক। এখন দেখা যাচ্ছে, অনেকটা সেরকমই হতে চলেছে।