দুই ঘণ্টারও বেশি সময় ডাউন থাকার পর সচল হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সোমবার বেলা ১২টার দিকে হঠাৎই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে বিড়ম্বনায় পড়েন। এসময় মেসেজ আদান-প্রদান করা যাচ্ছিল না। দুপুর ২টার পর সচল হতে থাকে প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপ ডাউনের বিষয়টি নিশ্চিত করেছিল ডাউনডিটেক্টর নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়ার ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়। বিষয়টি মেটার নজরে এলো সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
ডাউনডিটেক্টর জানিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবেও এই বিভ্রাট দেখা দিয়েছিল।
যদিও হোয়াটসঅ্যাপে বিভ্রাটের বিষয়টি নিয়ে অনুষ্ঠানিভাবে কিছুই জানায়নি মেটা।