বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে। এই জোট বলছে এক্স, মেটা এবং টিকটকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে। ইতিমধ্যে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ পাঠিয়েছে ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশ নিয়ে গঠিত শক্তিশালী জোটটি।
ইউরোপীয় ইউনিয়নের এই সতর্কবাতা ইতিমধ্যে মেটার নজরে এসেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের প্ল্যাটফর্ম থেকে ফিলিস্তিন ও ইজরায়েল নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট সরাতে শুরু করেছে।
এদিকে এই সংঘাত শুরু হতে না হতেই স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক ঘোষণা করেছিলেন ইজরায়েলিদের ব্যবহৃত টেসলা গাড়ি চার্জ দিতে কোনো পয়সা নেবেন না।
তার মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, শান্তিপ্রিয় মানুষদের সাহায্য করতে চাই। যদিও তার এই সিদ্ধান্তে বিতর্কও তৈরি হয়েছে।
মাস্কের এই সিদ্ধান্তে অনেকে সাধুবাদ জানালেও বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে প্রশ্ন করেন, আপনি ইজরায়েল টেসলা সুপারচার্জার ফ্রি করতে পারেন। কিন্তু গাজার মানুষদের জন্য কিছু মৌলিক প্রয়োজনীয় জিনিস পাঠাতে পারেন না!।
এর উত্তরে তিনি বলেন, গাজায় যারা শান্তি চায় তাদের সাহায্য করতে চাই। কিন্তু তা করার কোনো উপায় নেই। সাধারণভাবে আমি চাই জাতি, ধর্ম সবকিছু নির্বিশেষে মানুষ সুখী ও সমৃদ্ধ হোক।
ইউরোপীয় ইউনিয়নের হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই হামাস এবং হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক শো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এক্স কর্তৃপক্ষ।
যদিও হামাস এবং হামাস সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট বন্ধের পরে এক বিবৃতিতে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ এর সিইও লিন্ডা ইকারিয়ানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদীদের কোনও জায়গা নেই। মতামত প্রকাশের নামে হিংসা ছড়ানো কোনও কারণে বরদাস্ত করা হবে না।’
যদিও ওয়াকিবহাল মনে করছে, ইউরোপীয় ইউনিয়নকে সন্তুষ্ট রাখতেই হামাস সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ‘এক্স’ কর্তৃপক্ষ। ইউরোপের দেশগুলোতে টেসলা কিংবা ‘এক্স’ এর ব্যবসা যাতে বন্ধ না হয় তার জন্য অসহায়ভাবে ইউরোপীয় ইউনিয়নের হুমকির কাছে আত্মসমর্পণ করেছেন মার্কিন শিল্লপতি তথা ‘এক্স’ কর্ণধার ইলন মাস্ক।