ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকা সাকিব আল হাসান এবার যুক্ত হলেন দেশের আইনে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইটের (জুয়া) বিজ্ঞাপনে। এর আগে বিদেশি একটি বেটিং (জুয়া) সাইটের ব্র্যান্ড এম্বাসেডর হয়ে সমালোচনার মুখে ফিরে এসেছিলেন তিনি। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুবাদে ভিন্নভাবে বেটিং সাইটের প্রোমোশন চালিয়ে গেছেন দেশসেরা সাবেক এ অলরাউন্ডার।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের আগে থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব। তবে সরকারের একজন এমপি হওয়ায় তাকেও করা হয় হত্যা মামলার আসামী। মাথার উপর হত্যা মামলা এবং নিরাপত্তা ইস্যুতে দেশে ফিরনেনি তিনি। এর মাঝেই জানিয়ে দেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে শেষ ম্যাচ খেলার তথ্য।
দেশের হয়ে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিদায় নেননি সাকিব। এর মাঝে বোলিং নিষেধাজ্ঞায় পড়ায় সাকিব ক্রিকেট থেকেই দীর্ঘদিন ধরে বাইরে রয়েছেন। ফলে ক্রিকেট আয় বন্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন কোম্পানির স্পন্সরশীপ হারিয়েছেন দেশসেরা সাবেক এ অলরাউন্ডার।
ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব এবার নতুন শিরোনামে এলেন দেশের আইনে নিষিদ্ধ জুয়ার (বেটিং সাইট) বিজ্ঞাপন করে। শনিবার (২২ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদেশি একটি বেটিং সাইটের প্রোমশনের ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দর্শকদের জুয়ার খেলার বিষয়ে উদ্বুদ্ধও করেন তিনি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ এর সংবিধানে জুয়া খেলা নিরোধ করা হয়। সংবিধানের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’
এছাড়া বাংলাদেশের জুয়া প্রতিরোধে প্রচলিত আইনেও জুয়া খেলা অবৈধ। দেশের সাবেক আইনপ্রেণেতাদের একজন হয়েও সাকিব এবার সরাসরি সেই জুয়ার বিজ্ঞাপনে যুক্ত হলেন।