পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের কাছে কিরানা হিলসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। এ অঞ্চলে ১৯৮০ ও ১৯৯০-এর দশকে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল বলে বহুদিন ধরেই সন্দেহ রয়েছে।
টাইমস নাউ, ডিএনএ ইন্ডিয়া, ওপি ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, কিরানা পাহাড়ি অঞ্চলের বাতাস ও মাটিতে তেজস্ক্রিয়তার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই তথ্য ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।
১৯৮৩-৯০: কিরানায় গোপন পারমাণবিক পরীক্ষা?
ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তান সরকার কিরানা পাহাড়ের গুহাগুলোতে ২৪টির বেশি সাব-ক্রিটিকাল নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। পাকিস্তানের সরকারি পর্যায়ে কখনো এসব পরীক্ষার কথা স্বীকার করা হয়নি।
তবে কয়েক বছর আগে পাকিস্তানি এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বক্তব্য থেকে গোপন পরীক্ষার বিষয়টি আলোচনায় আসে। এখন নতুন করে সেখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখনো নেই
তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বা জাতিসংঘের কোনো বিবৃতি পাওয়া যায়নি। পাকিস্তান সরকারও আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের উদ্দেশ্য?
বিশ্লেষকদের মতে, বিষয়টি সামনে এনে ভারত পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নজরদারির আওতায় আনার চেষ্টা করছে। তবে কিরানার পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ালে স্থানীয় জনগণের স্বাস্থ্যের জন্য তা হুমকি হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে।
তথ্যসূত্র: টাইমস নাউ, ডিএনএ ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া, ওপি ইন্ডিয়া