২০২৫ সালে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে অনেকগুণ। কোনো ঘটনা বা সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ও টিকটকে। কখনো এসব গুজব প্রশাসনকেও বিব্রত করেছে, আবার কখনো বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে।
নিচে বছরজুড়ে সবচেয়ে আলোচিত ১০টি গুজব তুলে ধরা হলো—
(তথ্য যাচাই ব্যতীত বিশ্বাস করা থেকে বিরত থাকুন)
জাতীয় পরিচয়পত্র (NID) বিক্রি হয়ে গেছে বিদেশে
গুজব রটে যে বাংলাদেশের সকল নাগরিকের এনআইডি চীন বা রাশিয়ার কোনো সংস্থার কাছে বিক্রি করা হয়েছে। নির্বাচন কমিশন একে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে সংবাদ সম্মেলন করে।
মোবাইল ফোনে টিন ফাইল দিলে সিগন্যাল বাড়ে
বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়, মোবাইলের পেছনে টিন ফয়েল লাগালে ফাইভজি স্পিড অনেক বেড়ে যায়। পরে টেলিকম বিশেষজ্ঞরা বলেন, এটা বৈজ্ঞানিকভাবে ভুল এবং বিপজ্জনক হতে পারে।
এক রাতে সব অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে
কয়েক দফা গুজব ছড়ায়—রাত ১২টার পর দেশে থাকা সব অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে। মানুষ ঘাবড়ে গিয়ে মোবাইল দোকানে ভিড় করে। বাস্তবে কোনো ব্যাপক বন্ধ হয়নি।
পেঁয়াজ খেলে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়া যাবে
ফেসবুক, ইউটিউবে ‘ঘরোয়া চিকিৎসা’ ভিডিওতে এই দাবির পর হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তর এটি নাকচ করে।
ইলেকট্রিক গাড়ি ব্যবহার করলে বিদ্যুৎ বিল ৫ গুণ বেড়ে যাবে
ইভি চার্জিং নিয়ে অতি রঙিন কল্পনার মাধ্যমে এই গুজব ছড়ায়। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ ব্যাখ্যা দিয়ে জানায়—চার্জিং স্টেশনের জন্য আলাদা মিটারিং ব্যবস্থা থাকায় এটি সত্য নয়।
ঢাকায় ভূমিকম্পে রাজধানী দ্বিখণ্ডিত হবে
একাধিক ভূমিকম্পের খবরের মাঝে হঠাৎ গুজব ছড়ায়—‘একটি বড় ভূমিকম্পে ঢাকার উত্তরা ও মতিঝিল ভেঙে যাবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ায়, যদিও ভূতাত্ত্বিকরা বলেন, এটি ভিত্তিহীন।
নগদ অ্যাপে টাকা রাখলে সরকার কেটে নেবে ২৫% কর
এই গুজবটি বিশেষ করে প্রবাসীদের মধ্যে ভয় ছড়ায়। ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস কর্তৃপক্ষ পরে স্পষ্ট করে জানায়—নগদে রাখা টাকায় কোনো অতিরিক্ত কর কাটা হয় না।
ওষুধে শুকরের চর্বি মেশানো হচ্ছে!
একাধিক ভুয়া ইউটিউব চ্যানেল দাবি করে, বিদেশি ওষুধে ‘হারাম’ উপাদান রয়েছে। ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে তৈরি এ গুজব চিকিৎসা গ্রহণে ভয় ও অনাস্থা তৈরি করে।
সব সরকারি চাকরিতে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হবে
অনলাইন ফেসবুক পেজ ও টিকটকে ‘বিশেষ সূত্র’ দেখিয়ে দাবি করা হয়—সরকার সরাসরি নিয়োগ দিবে। সরকারিভাবে একে অপপ্রচার হিসেবে চিহ্নিত করা হয়।
আকাশে নীল সূর্য দেখা গেলে ৭ দিনের মধ্যে দেশজুড়ে বিপর্যয়
কোনো এক বিকেলে আকাশে সূর্যের পাশে হ্যালো দেখা গেলে এই অলৌকিক গুজব ছড়ায়। অনেকেই ভীত হয়ে বিশেষ ধর্মীয় আচার শুরু করেন। আবহাওয়াবিদরা বলেন, এটা শুধু ‘সার্ক হ্যালো’, একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা।
৫জি টাওয়ারে ক্যান্সার হয়
গ্রামে-গঞ্জে গুজব ছড়ায়, মোবাইল অপারেটরদের ৫জি টাওয়ার থেকে তেজস্ক্রিয়তা ছড়ায় এবং এটি ক্যান্সার সৃষ্টি করে। বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ ছাড়াই স্থানীয়রা টাওয়ার ভাঙচুর করে।
বিআরটি ফ্লাইওভার ধসে পড়বে, এড়িয়ে চলুন
গাজীপুরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নিয়ে গুজব ছড়ানো হয় যে, এটি যে কোনো মুহূর্তে ধসে পড়বে। এ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়, যদিও প্রকল্প কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা দেয়।
রাস্তায় সাদা রঙের গাড়ি দেখলেই সাবধান!
গুজব ওঠে, সাদা রঙের গাড়িতে ছদ্মবেশে মানুষ ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এই গুজব নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরে নিশ্চিত করে, এর কোনো সত্যতা নেই।
বৃষ্টির পানিতে এসিড মিশ্রণ!
রাজধানীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যে, আকাশে ছিটানো বিষাক্ত কেমিক্যালের কারণে বৃষ্টির পানি এসিডে রূপান্তরিত হচ্ছে। স্কুল-কলেজে উপস্থিতি কমে যায়। পরে আবহাওয়া অধিদপ্তর জানায়, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
টাকার নোটে চিপ বসানো হয়েছে!
ছড়িয়ে পড়ে, বাংলাদেশ ব্যাংকের নতুন ১০ টাকার নোটে মাইক্রোচিপ রয়েছে, যা আপনার অবস্থান ট্র্যাক করে। এটি পুরোপুরি গুজব। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে এটি অস্বীকার করে।