প্লে স্টোর থেকে ক্ষতিকর ৩৬টি অ্যাপস ডিলিট করল গুগল। এসব অ্যাপস ১০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। ম্যালিশিয়াস এই অ্যাপসগুলোকে সর্বপ্রথম শনাক্ত করেছিল ম্যাকাফি। এদের মধ্যে এমন কিছু ক্ষতিকর এমন অ্যাপস রয়েছে, যেগুলো অতি সম্প্রতি আপডেট করা হয়েছে।
ম্যাকাফির গবেষণা দল জানতে পারে, এই অ্যাপসগুলো এমনই ক্ষমতা সম্পন্ন যে, তারা ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই, তাদের না জানিয়ে একাধিক টাস্ক পারফর্ম করতে পারে। ম্যাকাফির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাদের গবেষণা দল একটি সফটওয়্যার লাইব্রেরি আবিষ্কার করেছে, যার নাম গোল্ডসন।
একজন গ্রাহকের ফোনে মোট কতগুলি অ্যাপ ইনস্টল করা হয়েছে, তার তালিকা সংগ্রহ করতে পারে অ্যাপটি। শুধু তাই নয়। তার থেকেও ভয়ংকর দিকটি হল, ব্যবহারকারীর নিয়ারবাই জিপিএস লোকেশন থেকে শুরু করে ওয়াইফাই হিস্ট্রি, এমনকি ব্লুটুথ ডিভাইসেরও তথ্যাদি সংগ্রহ করতে পারে এই সফটওয়্যার লাইব্রেরি।
পাশাপাশি লাইব্রেরিটি, প্রতারণামূলক বিজ্ঞাপনগুলোকে ব্য়বহারকারীর অনুমতি ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৬০টিরও বেশি ম্যালিশিয়াস অ্যাপ খুঁজে পেয়েছে ম্যাকাফি। যার মধ্যে এই থার্ড-পার্টি ম্যালিশিয়াস লাইব্রেরিটিও রয়েছে।
ম্যাকাফি জানিয়েছে, ওয়ান স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে অ্যাপসগুলো।
এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। গুগল পদক্ষেপ নিয়ে অ্যাপসগুলোকে ব্যান করেছে।
গুগলের ডিলিট করা ভয়ংকর যত অ্যাপস
গুগল প্লে স্টোর থেকে যে ৩৬টি অ্যাপস সরানো হয়েছে, সেই তালিকায় রয়েছে-
Infinite Slice
Swipe Brick Breaker 2
InfinitySolitaire
UBhind: Mobile Tracker Manager
Snake Ball Lover
Bounce Brick Breaker
Compass 9: Smart Compass
Money Manager Expense & Budget
GOM Player
Korea Subway Info: Metroid
Money Manager
এসব অ্যাপস ব্যবহারকারীদের করণীয়
গুগল এই অ্যাপগুলিকে ব্যান করেছে ঠিকই। তবে বিপদ কিন্তু এক ফোঁটাও কমেনি। আপনার ফোনে যদি অ্যাপসগুলো থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ফোন থেকে সেগুলোকে আন-ইনস্টল করে দিতে হবে।