হোয়াটসঅ্যাপ বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করে ব্যবহারকারীরা এখানে সম্পূর্ণ নিরাপদ। কেননা, প্ল্যাটফর্মের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড। কিন্তু তারপরও প্রায়ই অভিযোগ ওঠে হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস হওয়ার। এমনটি খোঁদ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধেই বারবার অভিযোগ এসেছে ব্যবহারকারীদের ওপর আড়িপাতার।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। তারা তারা নাকি গোপনে নজরদারি চালাচ্ছে অ্যানড্রয়েড ফোনে। এটা তারা করছে, ওই অ্যাপেরই মাইক্রোফোনের সাহায্যে।
এই অভিযোগের সুরে তাল মেলান টুইটার প্রধান ইলন মাস্কও। তিনি ক্ষোভ প্রকাশ করে টুইট করেন, ‘‘হোয়াটসঅ্যাপকে একেবারে বিশ্বাস করা যায় না।’
এই বিতর্কে মুখ খুলল গুগল-। তারা জানিয়ে দিল, এই সমস্যার পেছনে রয়েছে আসলে এক ধরনের ‘বাগ’।
গুগল জানিয়েছে, যে ইঞ্জিনিয়ার অভিযোগ এনেছেন, যে হোয়াটসঅ্যাপ মাইক্রোফোনের সাহায্যে তার ফোনে আড়িপাত ছিল, তিনি যেফোন ব্যবহার করছিলেন, সেটি গুগল পিক্সেল ফোন। সেই কারণে হোয়াটসঅ্যাপের তরফে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছিল গুগলকে।
এরপর গুগলের এক মুখপাত্র আশ্বস্ত করে জানালেন, এ সবই বাগের কীর্তি।
কী এই বাগ?
বস্তুত, যন্ত্র দুনিয়ায় কোনও সফটওয়্যার বা হার্ডওয়্যারে অপ্রত্যাশিত কারিগরি বিভ্রান্তি তৈরি হলে সেটাকেই বাগ বলা হয়। এ এমন এক সমস্যা, যা প্রোগ্রামারদের পক্ষে সবসময় আগে থেকে আন্দাজ করা সম্ভব হয় না। এই বাগের প্রভাবেই হোয়াটসঅ্যাপে এই সমস্যার সূত্রপাত হয়।