অ্যাপল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাওয়ারবিটস প্রো ২ বেতার কানে লাগানো যন্ত্র (ইয়ারবাড) উন্মোচন করেছে। প্রায় ছয় বছর পর বাজারে আসা নতুন সংস্করণটি উন্নত শব্দ প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, তারহীন চার্জিং ব্যবস্থা এবং হার্ট রেট পরিমাপের সুবিধাসহ এসেছে।
এই যন্ত্রের অন্যতম নতুন সংযোজন অন্তর্নির্মিত হৃদস্পন্দন পরিমাপক (হার্ট রেট মনিটর)। এতে এলইডি অপটিক্যাল সংবেদক (সেন্সর) ব্যবহার করা হয়েছে, যা ব্যায়ামের সময় তাৎক্ষণিক হৃদস্পন্দন তথ্য প্রদান করবে। ব্যবহারকারীরা অ্যাপলের নিজস্ব স্বাস্থ্য অ্যাপ ছাড়াও Open, Peloton, Runna, Slopes, Ladder, Nike Run Club, YaoYao-এর মতো জনপ্রিয় শরীরচর্চা বিষয়ক অ্যাপে এটি সংযুক্ত করতে পারবেন। তবে Strava তালিকায় নেই, যা কিছু ব্যবহারকারীর জন্য হতাশাজনক হতে পারে।
এটি অ্যাপলের স্বাস্থ্য-সেবা বিষয়ক পণ্যসম্ভারের একটি বড় সংযোজন। বর্তমানে অ্যাপল ঘড়ি (Apple Watch) হৃদযন্ত্রের কার্যক্রম বিশ্লেষণ (ECG), পড়ে যাওয়ার শনাক্তকরণ, ঘুম বিশ্লেষণ সহ একাধিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে। ২০২৪ সালে এয়ারপডস প্রো ২-এ শ্রবণ সহায়ক সুবিধা যুক্ত করার পর এবার পাওয়ারবিটস প্রো ২-এ হার্ট রেট পরিমাপ সংযোজন করায় ভবিষ্যতে এয়ারপডস-এও এই প্রযুক্তি যুক্ত হতে পারে। নতুন যন্ত্রটি এইচ-২ চিপ ব্যবহার করছে, যা ২০২২ সালে এয়ারপডস প্রো ২-এ প্রথম ব্যবহৃত হয়। এটি আগের ডব্লিউ-2 চিপের তুলনায় উন্নত কর্মক্ষমতা নিশ্চিত করবে।
অ্যাপল জানায়, তারা ১,০০০ ক্রীড়াবিদের ওপর এই যন্ত্র পরীক্ষা করেছে, যাতে এটি অধিক সংখ্যক ব্যবহারকারীর কানের সঙ্গে স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতে পারে। এছাড়া, এটি IPX4 রেটিংপ্রাপ্ত, যা ঘাম ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।
মূল্য ও বাজারে পাওয়া যাবে কবে? পাওয়ারবিটস প্রো ২ আজ থেকে অনলাইনে ২৫০ মার্কিন ডলারে কেনা যাবে, যা ২০১৯ সালের প্রথম মডেলের সমান। ১৩ ফেব্রুয়ারি থেকে এটি বিপণি বিতানে পাওয়া যাবে। অ্যাপল সুপারবোলের ঠিক পরেই এই ঘোষণা দিলেও, তারা লেব্রন জেমস, লিওনেল মেসি ও শোহেই ওতানি-এর মতো বিশ্বখ্যাত খেলোয়াড়দের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে।