দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপ যেন অবিচ্ছেদ্য এক অনুষঙ্গ। কিন্তু অজান্তেই অ্যাপটিতে জমা হয়ে যাচ্ছে হাজারো ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট—ফলে ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে আপনার ফোনের স্টোরেজ। সমস্যা বাড়ছে, স্পিড কমছে, ব্যাটারি খাচ্ছে বেশি। কী করবেন এখন?
চিন্তার কিছু নেই। হোয়াটসঅ্যাপ নিজেই দিয়েছে স্টোরেজ খালি করার ব্যবস্থা—শুধু জানতে হবে কোন অপশনটা কোথায়! চলুন জেনে নেই পাঁচটি সহজ কৌশল, যেগুলো মেনে চললেই হোয়াটসঅ্যাপ হবে ঝকঝকে-চকচকে।
১. ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনই আসল ত্রাণকর্তা
হোয়াটসঅ্যাপের Settings > Storage and Data > Manage Storage অপশনে গেলেই আপনি দেখতে পাবেন কোন ফাইল কত জায়গা নিচ্ছে। এখান থেকেই এক ক্লিকে বড় বড় ভিডিও বা পুরোনো মিডিয়া ফাইল মুছে ফেলা যাবে।
২. বারবার ফরোয়ার্ড করা ফাইল? বিদায় দিন একঝটকায়
এই অপশন থেকে আপনি সেইসব ভিডিও বা ছবি খুঁজে পাবেন যেগুলো অনেকবার ফরোয়ার্ড হয়েছে। অপ্রয়োজনীয় হলে এখান থেকে সরিয়েই দিন—স্টোরেজেও রিলিফ পাবেন।
৩. অটো-ডাউনলোড বন্ধ করলেই বাঁচবেন হঠাৎ ঝামেলা থেকে
Settings > Storage and Data > Media Auto-Download এ গিয়ে মোবাইল ডাটা, ওয়াই-ফাই এবং রোমিং—সব জায়গা থেকে সব অপশন আনচেক করে দিন। এতে ভবিষ্যতে অপ্রয়োজনীয় কিছু আর ফোনে ঢুকবে না।
৪. নির্দিষ্ট চ্যাটের মিডিয়া ডিলিট করুন
যেসব চ্যাটে বেশি ছবি বা ভিডিও শেয়ার হয়—সেগুলোর Info-তে গিয়ে ‘Media, Links and Docs’ খুলে অপ্রয়োজনীয়গুলো ডিলিট করুন। হালকা হবে অ্যাপ, বেড়ে যাবে পারফরম্যান্স।
৫. ফোন গ্যালারিতেও জমে আছে বিপদ!
হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুলে গিয়ে ‘WhatsApp Images’, ‘WhatsApp Video’ প্রভৃতি ফোল্ডার থেকে ডিলিট করুন পুরোনো ছবি বা ভিডিও। চাইলে Google Photos ব্যাকআপ রেখে তারপর ডিলিট করতে পারেন।
হোয়াটসঅ্যাপ শুধু চ্যাটিং অ্যাপ নয়, স্মৃতির পাথেয়ও বটে। তাই কোনটা রেখে কোনটা ফেলার আগে একটু বুঝে নিন। নিয়মিত স্টোরেজ ক্লিয়ার করলে ফোনও থাকবে তরতাজা, আপনিও থাকবেন টেনশনমুক্ত।