নতুন মোবাইল কিনলেন? সাবধান! দোকানদার যে “নতুন” ফোন দিয়েছেন, সেটা আসলেই ফ্যাক্টরি ফ্রেশ কিনা—জেনে নিন ১০টি সহজ উপায়। প্রতারণার ফাঁদে পড়ার আগে চোখ রাখুন নিচের চেকলিস্টে—
নতুন মোবাইল কিনেছেন কি না, বুঝবেন যেভাবে
১. প্যাকেটের সিল ভাঙা?
নতুন ফোন মানেই ফ্যাক্টরি সিল—কোনভাবেই খোলা বা কাটা থাকা চলবে না। সিল কাটা থাকলে সঙ্গে সঙ্গে সন্দেহ করুন।
২. বক্সের আইএমইআই নম্বর মিলিয়ে দেখুন
ফোনে *#06# ডায়াল করে আইএমইআই নম্বর তুলুন। সেটা ফোনের পেছন বা বক্সে থাকা নম্বরের সঙ্গে হুবহু মিলাতে হবে।
৩. BTRC রেজিস্ট্রেশন চেক করুন
বাংলাদেশে বৈধভাবে মোবাইল ব্যবহার করতে হলে সেটার আইএমইআই থাকতে হবে BTRC রেজিস্টার্ড। ঢুঁ মারুন neir.btrc.gov.bd সাইটে।
৪. ফোনের ‘About’ অপশন খতিয়ে দেখুন
সেটিংসে গিয়ে ‘About Phone’ অপশনে ক্লিক করে দেখুন র্যাম, স্টোরেজ ও সফটওয়্যার ভার্সন বক্সে লেখা তথ্যের সঙ্গে মেলে কি না।
৫. ইউসেজ হিস্ট্রি বা স্ক্রিন টাইম দেখুন
নতুন ফোনে ব্যবহার ইতিহাস থাকার কথা নয়। থাকলে বুঝবেন, ফোনটা “নতুন” না।
৬. ‘হিডেন কোড’ দিয়ে হার্ডওয়্যার টেস্ট
ডায়াল করুন #0# — স্ক্রিন, ক্যামেরা, সেন্সর ও স্পিকার সব পরীক্ষা করে দেখুন। কিছু কাজ না করলে ফোনটি ঘষামাজা করা পুরনো ইউনিট হতে পারে।
৭. ব্যাটারি হেলথ জেনে নিন
নতুন ফোনের ব্যাটারির স্বাস্থ্য ৯৫%-এর নিচে হলে তা সন্দেহজনক। AccuBattery বা অন্য অ্যাপ ব্যবহার করে চেক করতে পারেন।
৮. স্ক্রিন ও ক্যামেরা লেন্সে দাগ থাকলে সাবধান
নতুন ফোনে সামান্য স্ক্র্যাচও থাকার কথা নয়। থাকলে বুঝবেন ‘রিফারবিশড’ (পুরনো মেরামত করা) ফোন।
৯. ভ্যাট চালান চেয়ে নিন
মূল্য পরিশোধ করেই ফোন কিনছেন, অথচ ভ্যাট চালান নেই? বুঝে নিন, কিছু একটা গড়বড় রয়েছে।
১০. অনলাইনে ওয়ারেন্টি স্ট্যাটাস যাচাই করুন
স্যামসাং, শাওমি, ভিভো কিংবা অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে ফোনের আইএমইআই দিয়ে চেক করুন ওয়ারেন্টি শুরু হয়েছে কবে। যদি কেনার আগেই শুরু হয়ে থাকে, ফোন নতুন নয়।