ভিডিও শেয়ারিংয়ের জন্য জনপ্রিয় ইউটিউবে অনেক ভিডিও পাবলিশের পর সংবেদনশীল অংশ নিয়ে বিপাকে পড়তে হয়। ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করা যায় না বলে অনেক ব্যবহারকারী ভিডিও আপলোড করার আগে বা পরে সংবেদনশীল অংশ ঝাপসা (ব্লার) করতে পারেন না।তবে ব্যবহকারকীরের জন্য ইউটিউব কর্তৃপক্ষ ডিফল্টভাবে কোনো সংবেদনশীল অংশ ঝাপসা করার ফিচারযুক্ত করেছে। অনেক ব্যবহারকারী এ ফিচার সম্পর্কে জানেন না।কিভাবে এ কাজ করবেন তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।