Please make sure to subscribe our this official YouTube Channel Techzoom TV: https://bit.ly/2qemSmy and Turn the Notification bell icon 🔔 ON for latest video updates!
—————————————————————————————
মানুষ টাকা জমিয়ে সম্পদ গড়ে। কিন্তু তার শখ জমানো টাকায় ছুটে যান নতুন কোনো দেশে। ভ্রমণই তাঁর শখ। বিশ্বভ্রমণে এ সময়ের ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশের মেয়ে নাজমুন নাহার। তাঁর জীবনের একমাত্র স্বপ্ন সারা বিশ্ব ঘুরে দেখা। ইতোমধ্যেই লাল-সবুজ পতাকা হাতে তিনি ১৩৫টি দেশ ভ্রমণ করেছেন। ২০২০ সালের মধ্যে ২০০টি দেশে বাংলাদেশের পতাকা পৌঁছে দেওয়া তার লক্ষ্য। ইতোমধ্যে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
নাজমুন নাহারের বিশ্বভ্রমণের কথাটি শুনতে যত সহজ মনে হয়, ততটা সহজ নয় তাঁর ভ্রমণ। পথে থাকে হাজারটা বাধা। বিস্ময়কর এই পৃথিবীর সৌন্দর্য খুঁজতে গিয়ে নাজমুন নাহার হয়ে উঠছেন এক বিস্ময় জাগানিয়া মেয়ে। ভ্রমণে বেরিয়ে পাঁচবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।
নাজমুন নাহার গিয়েছেন গুয়াতেমালা ও নিকারাগুয়ার উঁচু উঁচু সব ভলকানিক সামিটে, কোস্টারিকার অপূর্ব দ্বীপপুঞ্জে, আবার কখনো বা সমুদ্র সৈকতে, কখনো বা কোনো ধর্মীয় পবিত্র নগরীর খোঁজে। কখনো খুব ভোরে ঘুম থেকে উঠে তাঁকে পাহাড়ে ছুটতে হয়েছে, কখনো না ঘুমিয়ে দিতে হয়েছে সীমান্ত পাড়ি। সবকিছুই তিনি করছেন খুব সাহসিকতার সঙ্গে আনন্দ নিয়ে।
তাঁর ভ্রমণের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন টেকজুম আড্ডায়। বিস্ময়কর সেই ভ্রমণ অভিজ্ঞতা আর রোমাঞ্চকর বিশ্ব পরিভ্রমণ এবং ভবিষ্যত পরিকল্পানা জানতে চোখ রাখুন টেকজুমে। আস সন্ধ্যা ৭টায়।
#নাজমুন_নাহার
#Nazmun_Nahar
#ভ্রমণকন্যা_নাজমুন_নাহার