কয়েক বছর আগেও ছোট সাইজের ফোন মানেই ছিল আকর্ষণ। সেই আকর্ষণে ভাটা পড়তে শুরু করে টাচ স্ক্রিন আসার পর। ২০২০ সাল নাগাদ অধিকাংশ ফোন কোম্পানি তাই ফোনের সাইজ বড় করার দিকে নজর দিচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, অ্যাপল ইতিমধ্যে তাদের আইফোনের স্ক্রিন বড় করার বিষয়টি নিশ্চিত করেছে। ২০২০ সালেই সেটি করবে তারা। এই বছর তারা ফাইভ জি ফোনও তৈরি করবে।
২০২০ সাল নাগাদ ১০ ও ১২ ইঞ্চি মাপের আইপ্যাড ও ২০২১ সাল নাগাদ ১৫ থেকে ১৭ ইঞ্চি মাপের মিনি এলইডি প্যানেলযুক্ত ম্যাকবুক বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
অ্যাপল তাদের ডিভাইসে হাই-এন্ড ডিসপ্লেও ব্যবহারের কথা জানিয়েছে। প্রযুক্তি বিষয়ক আরেক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই আইফোন বিক্রি কমছে। তাই উন্নত এ ডিসপ্লে অন্যান্য ডিভাইসে ব্যবহারের কথা ভাবছে অ্যাপল। এতে আইফোনের বিকল্প হিসেবে অন্য ডিভাইসের বাজার আরও বড় হবে বলে মনে করছে মার্কিন প্রতিষ্ঠানটি।