চীনভিত্তিক হুয়াওয়ে তাদের নতুন উদ্ভাবন ও মেধাসম্পত্তির (আইপি) ওপর একটি গবেষণাপত্র প্রকাশ করেছে এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবার গবেষণাপত্র প্রকাশের পর প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা সং লিউপিং বলেন, মেধাসম্পত্তি হলো নতুন উদ্ভাবনের ভিত্তিপ্রস্তর এবং বিষয়টিকে কেন্দ্র করে রাজনীতি করলে বিশ্বের উদ্ভাবন অগ্রগতি হুমকির সম্মুখীন হবে।
বিবৃতিতে সং লিউপিং বলেন, বৈশ্বিক রাজনীতিবিদরা মেধাসম্পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে পেটেন্ট সুরক্ষা পদ্ধতির বিশ্বাস নষ্ট হয়ে যাবে। যদি কোনো দেশের সরকার সে দেশের কোম্পানি থেকে তাদের মেধাসম্পদ কেড়ে নেয়, তাহলে বৈশ্বিক উদ্ভাবনের ভিত্তি ভেঙে পড়বে।
‘মেধাসম্পদের সম্মান ও সুরক্ষা: উদ্ভাবনের ভিত্তি’ শীর্ষক গবেষণাপত্রটি হুয়াওয়ের অনুশীলন, উদ্ভাবনে অবদান এবং আইপিআরের সুরক্ষার বিস্তারিত তুলে ধরেছে। বলা হয়েছে, ৩০ বছরেরও বেশি সময় ধরে হুয়াওয়ের সফলতার মূলে আছে নতুনত্ব এবং মেধাসম্পদ। গত বছরের শেষ পর্যন্ত হুয়াওয়ে ৮৭ হাজার ৮০৫টি পেটেন্ট অনুমোদন নিয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৫২টি আমেরিকান পেটেন্ট রয়েছে। ২০১৫ সাল থেকে হুয়াওয়ে লাইসেন্সের ওপর রাজস্ব বাবদ ১৪০ কোটি ডলার উপার্জন করেছে। হুয়াওয়ে অন্যান্য কোম্পানির মেধাস্বত্বের রয়্যালটি বাবদ ৬০০ কোটি ডলারের বেশি পরিশোধ করেছে।