১ মাসের মধ্যে রেডমি কে২০ ও রেডমি কে২০ প্রোর ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি। শাওমির গ্লোবাল মুখপাত্র ডোনোভান সাং গতকাল টুইট করেছেন যে চীনে দুটি ফোন বাজারে আসার পর থেকে মাত্র এক মাসের মধ্যে রেডমি কে ২০ সিরিজ এক মিলিয়ন ইউনিট চালানের মাইলফলক পৌঁছেছে।
রেডমি কে২০ ও রেডমি কে২০ প্রোর ফোন এখন পর্যন্ত শুধু চীনের বাজারেই পাওয়া যাচ্ছে। ইউরোপ ও অন্যান্য এশিয়ান দেশগুলোতে রেডমি ২০ ফোনটি ছাড়া হয়েছে শাওমি মি৯টি নামে। এই অঞ্চলগুলোতে রেডমি কে২০ প্রো সংস্করণটি বাজারে আসবে শাওমি মি ৯টি প্রো নামে। চলতি মাসের মাঝামাঝিতে ফোনটি ভারতের বাজারে ছাড়া হবে। ধারণা করা হচ্ছে, সেখানেও কে২০ সিরিজটি বিক্রির রেকর্ড গড়বে।
এছাড়াও, গত মাসে এমআই ব্যান্ড ৪ বিশ্বব্যাপী বাজারে আসার পর মাত্র ৮ দিন পরে ১ মিলিয়ন ইউনিট বিক্রি অতিক্রম করেছিল।