স্টার্টআপে ব্যক্তি বিনিয়োগকারীকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলা হয়। এ ধরনের ইনভেস্টরদেরকে নিয়ে গঠিত দ্য অ্যাঞ্জেল নেটওয়ার্কের (টিএনএ) যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে।
অ্যাঞ্জেল ইনভেস্টরদের নতুন এই নেটওয়ার্কের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সোনিয়া বশির কবির এবং সহ-সভাপতি রুবাবা দৌলা। নেটওয়ার্কের বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন শামীম আহসান, তাহসিন আমান ও হামিদুল মিশবাহ।
টিএনএ বাংলাদেশে বিনিয়োগকারীদের একটি সহায়ক মাধ্যম। নেটওয়ার্কটি গত এপ্রিলে গঠন করা হয়েছে এবং বর্তমানে ৩০টির বেশি স্টার্টআপে কাজ করছে এবং তাদের সল্যুশন মূল্যায়ন করছে।
স্টার্টআপগুলোর মূলধন জোগাড় করতে এবং ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের বিষয়ে সহায়তা করতে আগ্রহী টিএনএ। সভাপতি সোনিয়া বশির কবির বলেন, ‘উন্নত প্রযুক্তিগুলোর স্টার্টআপগুলোকে পরিচিতি করানো এবং তাদের ব্যবসা বৃদ্ধির ব্যাপারে মনোযোগ দিব আমরা। যেসব স্টার্টআপের সল্যুশন বৃহত্তর মার্কেটের জন্য প্রস্তুত করা হয় সেগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।’
সহ-সভাপতি রুবাবা দৌলা বলেন, ‘আমরা আমাদের স্থানীয় স্টার্টআপগুলোর প্রচারের বিষয়ে বিশেষভাবে আন্তরিক। টিএনএ শুরুর দিকে স্টার্টআপগুলোকে উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের কাছে তুলে ধরবে। প্রাথমিকভাবে আমাদের প্রচেষ্টা থাকবে বড় উদ্যোক্তাদের ফোরামগুলোতে স্টার্টআপগুলোকে পরিচয় করিয়ে দেয়া, তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা এবং মেন্টরিং করা যাতে তারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। এছাড়াও টিআইই ঢাকা ও টিআইই গ্লোবাল এর স্টার্টআপ বিষয়ক প্রোগ্রামগুলোতে এবং টিআইই গ্লোবাল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হতে এসব স্টার্টআপ অগ্রাধিকার পাবে।’