শেষ দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে। আগের দিনগুলোর মতোই শনিবার সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার সকাল থেকেই স্মার্টফোন ও ট্যাব মেলায় দর্শনার্থীরে পদচারণায় মুখরিত ছিল। সারাদিনই ছিল ভিড়। ক্রেতা দর্শনার্থীরা নিজেদের পছন্দের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস কিনেছেন। পেয়েছেন ছাড়, উপহার।
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের মেলা শেষ হবে আজ শনিবার রাত আটটায়।
শনিবার স্মার্টফোন মেলার শেষ দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা দেখা যাচ্ছে।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, দ্বিতীয় দিনে খুব ভালো বেচা-বিক্রি হয়েছে। শেষ দিনে বিক্রির পরিমাণ আরও বাড়বে।
এবারের মেলায় স্যামসাং, হুয়াওয়ে, অপো, ভিভো, ডিএক্স টেল, মটোরোলা, আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ডিএক্স টেল, সুরভি এন্টারপ্রাইজ, ডিটেল তাদের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ নিয়ে অংশ নিচ্ছে।