বড় কিছুর আশা নিয়েই বিশ্বকাপে গিয়েছিলেন তামিম ইকবাল। গত আড়াই বছরের পরিসংখ্যান বলছে, এ বিশ্বকাপের অন্যতম সেরা পারফরমার হওয়ার সব রকম সম্ভাবনাই ছিল তার মধ্যে। কিন্তু ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচ মিস করে দারুণ সমালোচনার মুখে পড়েন তিনি। ফলশ্রুতিতে শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই বিশ্বকাপ শেষ করতে হচ্ছে তামিমকে।
ক্রিকেট বোদ্ধারা বলছেন, তামিম যদি গত আড়াই বছরের ফর্মটুকু ধরে রাখতে পারতেন, তাহলে হয়তো হতাশা নয়, স্বপ্নপূরণের আনন্দ নিয়েই ফিরতে পারত বাংলাদেশ।
এমন সব আলোচনা-সমালোচনার মধ্যে দেশে ফেরার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উধাও হয়ে গেছেন তামিম ইকবাল। শনিবার (৬ জুলাব) থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেশসেরা এই ওপেনারের ভেরিফায়েড ফেসবুক পেজটি । পেজটি উধাও হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, তীর্যক সমালোচনা থেকে বাঁচতেই হয়তো ফের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছেন তামিম।
কেননা এর আগেও একবার এমন কাজ করেছিলেন তামিম। চারদিক থেকে আসা সমালোচনা সহ্য করতে না পেরে আগেও একবার ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারিতে ভেরিফায়েড হয় টাইগারদের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ফেসবুক পেজ।