গোপনে ভ্রমণকারীদের ফোনে নজরদারি অ্যাপ ইন্সটল করে দিচ্ছেন চীনের বর্ডার পুলিশ। জিনজিয়াং প্রদেশে এই অ্যাপটি ব্যবহারের তোরজোর সবচেয়ে বেশি। অ্যাপের মাধ্যমে তারা ভ্রমণকারীদের ই-মেইল, টেক্স, কন্টাক্ট এবং কোথায় তারা যাচ্ছেন তা নজরদারি করছে বলে জানিয়েছে প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান।
পত্রিকাটি জানিয়েছে, নজরদারি এ অ্যাপটির নাম ‘ফেং চাই’। পত্রিকাটি অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছে এই অ্যাপটি ইন্সটল হওয়ার পর ব্যবহারকারীর ফোনের কনটাক্ট, ই-মেইল, টেক্সট মেসেজ ও ফোন সম্পর্কিত খুঁটিনাটি তথ্য হাতিয়ে নেওয়া হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসও নিজ নিজ প্রতিবেদনে একই অভিযোগ জানিয়েছে। সংবাদমাধ্যম দুটি দাবি করেছে, চীন বর্ডারের কর্মকর্তারা ভ্রমণকারীর অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নজরদারি অ্যাপ ইন্সটল করছেন এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছেন।
এদিকে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, এই নজরদারি অ্যাপ ইন্সটলের ঘটনাটি মূলত ঘটছে চীনের শিনজিয়াং অঞ্চলে। ওখানের বর্ডারটি দিয়ে কিরগিজস্তানের নাগরিকরা যাতে চীনে অনুপ্রবেশ না করতে পারে, সেজন্যই এ কাজ করছেন বর্ডার কর্মকর্তারা।
তবে শুধু অ্যান্ড্রয়েড ফোনেই এ ধরনের নজরদারি অ্যাপের অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত আইফোনে এই নজরদারি অ্যাপ ইন্সটল করা না হলেও ওই বর্ডার দিয়ে পার হওয়া প্রতিটি আইফোন বিশেষভাবে পরীক্ষা করে তারপর ছাড়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।