চলতি মাসের মধ্যে পুনরায় চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি উইলবার রস জানিয়েছেন, তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনো হুমকি না থাকলে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করায় কোনো বাধা নেই।
গত মাসেই ট্রাম্প হুয়াওয়ের কাছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানের পক্ষ থেকে যন্ত্রাংশ বিক্রি করার প্রতিশ্রুতি দেন। তবে তিনি বলেন, বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ‘কালো তালিকা’ থাকবে।
ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলোর হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে। ট্রাম্পের ওই ঘোষণার পর গতকাল মার্কিন দপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে স্পষ্ট করে সময় জানানো হলো।
এক সংবাদ সম্মেলনে হুয়াওয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি না। শিথিল নয় পুরোপুরি কালো তালিকা থেকে বের হতে চায় হুয়াওয়ে।’ যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও এ বছরের প্রথমার্ধে হুয়াওয়ের আয় বেড়েছে বলে দাবি করেন লিয়াং।