চীনভিত্তিক হুয়াওয়ে ‘হারমনি’ নামে আরেকটি অপারেটিং সিস্টেম (ওএস) আনছে। ওএসটির জন্য ইউরোপীয় ইউনিয়নের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে ট্রেডমার্ক আবেদন করেছে প্রতিষ্ঠানটি। খবর সিনেট।
গত মে মাসে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের জেরে বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়ে হুয়াওয়ে। ওই সময় নিজস্ব অপারেটিং সিস্টেম বাজারে ছাড়তে তোড়জোড় শুরু করে প্রতিষ্ঠানটি। ওই সময়ে হংমেং অপারেটিং সিস্টেমের জন্য ট্রেডমার্ক পেতে ইউরোপসহ নয়টি দেশে আবেদন করে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, ১২ জুলাই নতুন আরেকটি অপারেটিং সিস্টেমের জন্য ট্রেডমার্ক আবেদন করেছে হুয়াওয়ে। হারমনি ওএস মোবাইল ও কম্পিউটারে ব্যবহার করা হতে পারে।