বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া নিজেকে চিন্তাই করতে পারেন না অনেকে। এই স্মার্টফোনের বিকাশ হয়েছে প্রায় ২৫ বছর আগে। তবে প্রথমে এত সুযোগ-সুবিধা ছিল না স্মার্টফোনে।
১৯৯৪ সালে প্রযুক্তি জায়ান্ট আইবিএম আর মিতসুবিসি ইলেকট্রিক কর্পোরেশনকত যৌথ উদ্যোগে স্মার্টফোন তৈরি করে। ওই ফোনের প্রায় ১৫ বছর পর বাজারে আসে অ্যাপলের আইফোন।
বিশ্বের প্রথম ওই স্মার্টফোনে কি-প্যাড ছিল না। টাচস্ক্রিনেআঙুল ছুঁইয়ে কল করতে হতো। ওই ফোনটির ওজন ছিল ৫০০ গ্রাম। এর দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং ফোনটি ১.৫ ইঞ্চি পুরু ছিল।
এটি প্রথম যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত করা হয়। বর্তমানে স্মার্টফোনটি লন্ডনের বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।