সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক দীর্ঘদিন ধরে ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তারা লিবরা নামে ক্রিপ্টোকারেন্সি উন্নয়নে কাজ করছে। আগামী বছর এ ব্লকচেইন নেটওয়ার্ক প্রযুক্তির পাশাপাশি নিজস্ব ক্রিপ্টোকারেন্সি উন্মোচন করা হবে। তবে প্রস্তাবিত ডিজিটাল কারেন্সি লিবরা নিয়ে অনুষ্ঠিত শুনানিতে মার্কিন সিনেটরদের তীব্র তোপের মুখে পড়ে ফেসবুক। এরই পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রকদের অখুশি রেখে লিবরা চালু না করার কথা জানিয়েছে ফেসবুক। খবর বিবিসি ও রয়টার্স।
সিনেট শুনানিতে ফেসবুকের ব্লকচেইন প্রযুক্তি বিভাগের প্রধান ডেভিড মারকাসকে লিবরা চালুর উদ্দেশ্য কী, তা জানাতে বলা হয়। লিবরা বিষয়ে ফেসবুকের গোপনীয়তা ও নিরাপত্তা পরিকল্পনা সিনেটের ব্যাংকিং কমিটির মনমতো হয়নি। শুনানিতে স্পষ্ট করে জানানো হয়, ফেসবুকের প্রতি তাদের আস্থা নেই।
শুনানিতে সিনেটর শ্যারোড ব্রাউন বলেন, সাম্প্রতিক বেশকিছু তথ্য কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ায় প্রমাণ হয়েছে ফেসবুক বিপজ্জনক। কাজেই এমন একটি প্রতিষ্ঠানকে বিশ্বাস করার কোনো কারণ দেখছি না।
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ শুরুতেই ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন। এ সংগঠনের অধীনেই লিবরার দেখভাল করবে একটি বিশেষজ্ঞ টিম। প্রচলিত মুদ্রা অর্থাত্ ডলার, পাউন্ড, টাকা ইত্যাদির মতো ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা বা বিনিময়মাধ্যম হবে। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো, লাইটকয়েন ইত্যাদি বেশ জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।