প্রায়ই নানা ভুলভাল টুইট করে খবরের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার ট্রাম্পের ফলোয়ারদের নিয়ে গবেষণা চালিয়েছে পিউ রিসার্চ সেন্টার নামের এক গবেষণা প্রতিষ্ঠান। সেখানে দেখা গেছে, প্রাপ্ত বয়স্ক ২০ শতাংশ (প্রতি পাঁচজনে একজন) মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে অনুসরণ করেন।
আর টুইটার ফলোয়ারদের মধ্যে বিরোধী দল রিপাবলিকের ৩১ শতাংশ সমর্থক রয়েছে। আর ডেমোক্রেটের ফলোয়ার আছে ১৩ শতাংশ।
গত ডিসেম্বরে প্রাপ্ত বয়স্ক টুইটার ব্যবহারকারীদের মধ্যে যারা অ্যাকাউন্ট বিশ্লেষণের অনুমতি এবং প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের ওপরে জরিপটি চালানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প সাধারণত টিভিতে যা দেখেন তার মধ্য থেকে আলোচিত ইস্যু নিয়ে টুইট করেন। আবার মাঝে মাঝে বিতর্কিত টুইট করে নিজ দলের কাছেও সমালোচিত হন। শুধু তাই নয়, হুমকি দেওয়ার ক্ষেত্রেও তিনি টুইটার ব্যবহার করেন।
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ‘রিয়েল ডোনাল্ড ট্রাম্প’-এর ফলোয়ার সংখ্যা ছয় কোটি ২০ লাখ।