বিশ্বব্যাপী ভাইরাল হওয়া ফেসঅ্যাপ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর চাক শুমার। মোবাইল অ্যাপটি গ্রাহকদের বৃদ্ধ বয়সের ছবি তৈরির সুবিধা দিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) তদন্তের আহ্বান জানান তিনি।
এর আগে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধ বয়সে চেহারা কেমন হবে, তা দেখতে ফেসঅ্যাপ ডাউনলোডের সময়ই অ্যাপ কর্তৃপক্ষকে নিজেদের ছবি এবং নাম ব্যবহারের অনুমতি দিতে হয় ব্যবহারকারীকে। গুরুত্বপূর্ণ এসব তথ্য যেকোনো উদ্দেশ্যে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবে ফেসঅ্যাপ। এখন পর্যন্ত ১৫ কোটির বেশি মানুষের তথ্যে প্রবেশাধিকার পেয়েছে ফেসঅ্যাপ কর্তৃপক্ষ।
অ্যাপটির মাধ্যমে মার্কিনদের কী ধরনের তথ্য পাচার হয়েছে এবং সেগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে বা হবে, সে বিষয় সামনে আনার জন্য এফবিআইকে তদন্তের আহ্বান জানান তিনি। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার হওয়ায় আরো বেশি উদ্বেগ প্রকাশ করেন চাক শুমার।
বিবৃতিতে ওয়্যারলেস ল্যাব নামের রুশ প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ব্যবহারকারীর যেসব তথ্য নিয়েছে, সেগুলো নির্দিষ্ট গবেষণার কাজে লাগানোর পর তা মুছে ফেলা হবে। তারা তথ্য কোনোভাবেই সংরক্ষণ করবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবে না।