কম্পিউটারে ভিডিও দেখা, গান শোনার একটি জনপ্রিয় প্লেয়ার হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার। তবে এই মুহূর্তে এই প্লেয়ারটি ব্যবহারকারীদের কাছে বিপদজনক হয়ে উঠছে। ভিএলসি মিডিয়া প্লেয়ারে নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
তাদের সফটওয়্যার ত্রুটি ব্যবহার করে সাইবার দুর্বৃত্তরা ডিভাইসে ম্যালওয়্যার ঢোকাতে পারে। বিষয়টি স্বীকার করেছে ভিএলসি সফটওয়্যারের নির্মাতা ভিডিওল্যান।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি ডাউনলোডের খবর জানিয়েছিল জনপ্রিয় ওপেন সোর্স ভিডিও স্ট্রিমিং অ্যাপ ভিএলসি। তবে সেই সাফল্যের কয়েক দিনের মধ্যেই এ সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটির বিষয়টি সামনে এসেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া, তথ্য চুরির মতো কাজ করতে পারে। তবে এখন পর্যন্ত কোনো কম্পিউটার এ ধরনের আক্রমণের শিকার হয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তা প্রতিষ্ঠান সিইআরটি-বান্ডের বিশেষজ্ঞরা প্রথম ত্রুটির বিষয়টি সামনে আনেন। তাদের তথ্য অনুযায়ী, উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্স অপারেটিং সিস্টেমের ভিএলসি প্লেয়ারে এ ত্রুটি পাওয়া গেছে।
ভিডিও ল্যান কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ শুরু করেছে তারা। ইতিমধ্যে সমাধানের কাজ ৬০ শতাংশ এগিয়েছে।