অ্যাপলের জনপ্রিয় মেসেজিং সেবা ‘আইমেসেজ’-এর কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে গোপনে ব্যবহারকারীদের ডিভাইসে প্রবেশ করে তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। আইমেসেজ বা ডিভাইস হ্যাক না করেই এমনটি করতে পারে সাইবার অপরাধীরা। আর এ সব কিছুই হয়ে থাকে অ্যাপল ও ব্যবহারকারীদের অগোচরে। আইমেসেজের কার্যকারিতা পরখ করতে গিয়ে এই ত্রুটির সন্ধান পেয়েছেন গুগলের একদল গবেষক।
তাঁদের দাবি, আইমেসেজে এই ত্রুটির কারণে সাইবার হামলার কবলে পড়লে ডিভাইসে থাকা সব তথ্য মুছে ফেলতে বাধ্য হয় ব্যবহারকারীরা। এরই মধ্যে অ্যাপলকে আনুষ্ঠানিকভাবে ত্রুটিগুলোর বিষয়ে সতর্কও করেছে গুগল। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণের আইওএস ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল।
সূত্র : বিবিসি