১ ইঞ্চি স্ক্রিনের দুনিয়ার সবচেয়ে ছোট ল্যাপটপ। শুনতে কেমন অদ্ভুত লাগছেনা? কিন্তু সত্যিই এইরকম একটি ল্যাপটপ তৈরী করা হয়েছে। যিনি এই ল্যাপটপটি বানিয়েছেন তার নাম পল ক্লিঞ্জার। পল ক্লিঞ্জার এই ল্যাপটপটির নাম দিয়েছে ThinkTiny । এই ল্যাপটপ IBM এর থিঙ্কপ্যাডের থেকেও ছোট। প্রসঙ্গত এখন লেনোভো হলো থিঙ্কপ্যাডের প্রস্তুতকারক। ক্লিঞ্জারের এই ল্যাপটপে ০.৯৬ ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ছোট ল্যাপটপে থিঙ্কপ্যাডের মতো কিপ্যাডের মাঝখানে একটি লাল রঙের ট্র্যাকপয়েন্ট স্টাইলের কার্সার কন্ট্রোলার রয়েছে।
এই ল্যাপটপে ১২৮×৬৪ পিক্সেলের OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এরসাথে এই ছোট ল্যাপটপে ATtiny 1614 মিনি কন্ট্রোলার আছে।
এই ল্যাপটপে পাবেন ৩০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। এতে TP 5400 ব্যাটারি চার্জার দেওয়া হয়েছে। এই ল্যাপটপের বিশেষ দিক হলো এতে আপনি গেমও খেলতে পারবেন। এক ইঞ্চির এই ল্যাপটপে স্নেক, লুনার ল্যান্ডার এবং টেট্রিস এর মতো গেম সাপোর্ট করে।
ক্লিঞ্জার এই মিনি ল্যাপটপ ThinkTiny বানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। ক্লিনজার জানিয়েছে এর কম্পোনেন্টস এর জন্য ৭০ ডলার এবং কাস্টম প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য ১৫ ডলার খরচ হয়েছে।