৬৪ মেগাপিক্সেলের এই ফোনটিতে ৪টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এটি দিয়ে তোলা ছবির আকার হবে প্রায় ২০ এম্বি। ছবি হবে যথেষ্ট সুন্দর। অধিক জুম করলেও ছবি ফেটে যাবে না।
ফোনটিতে স্যামসাং এর আইএসওসেল ব্রাইট জিডাবলু১ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এটি দিয়ে ভালো পরিমাণ আলোতে ৬৪ মেগাপিক্সেলের ছবি তোলা যাবে আর কম আলোতে ১৬ মেগাপিক্সেলের ছবি তুলবে।
শাওমির আগে রেডমি ৮ই আগস্ট ৬৪ মেগাপিক্সেলের ফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছিলো। প্রযুক্তি বিশ্ব ৭ ও ৮ আগস্ট ৬৪ মেগাপিক্সেলের দুটি ফোনের দেখা পাচ্ছে। এছাড়া ৭ই আগস্ট উন্মোচন করা হবে চোখ স্যামসাং গ্যালাক্সি নোট ১০ সিরিজ।