নতুন ফোন কেনার কথা ভাবছেন? ট্রেন্ডি স্লিম-স্মার্ট মডেল নাকি ক্যামেরাতে নতুনত্ব, অথবা সফটওয়্যারে এক্কেবারে আপডেটেড ভার্সন? পছন্দের তালিকায় যদি সবগুলিই থাকে, তাহলে আপনার জন্য সুখবর। স্যামসাং ঘোষণা করেছে গ্যালাক্সি এ সিরিজের ফের আপডেটেড ভার্সন আনতে চলেছে তারা। মডেলের চাকচিক্য থেকে কেতাদুরস্ত মেমরি, সবই থাকবে এই মডেলে। তবে সেরা আকর্ষণ হচ্ছে এর ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা।
গ্যালাক্সি এ-৭০এস। এই প্রথমবার এত উন্নত মানের ক্যামেরা কোয়ালিটি আনতে চলেছে স্যামসাং। এর ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরে ছবি হয়ে উঠবে অনবদ্য। ব্যাক কভারেই জ্বলজ্বল করবে এই ক্যামেরা। তা ছাড়া সেলফি মোডের ক্যামেরা তো থাকছেই।
চলতি মাসেই ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত নতুন ফোন লঞ্চ করেছে রেডমি। তবে স্যামসাঙের এই মডেলে ক্যামেরা সেন্সর আরও উন্নত হবে বলে দাবি করেছেন কোম্পানি কর্তৃপক্ষ। এই ক্যামেরায় থাকবে ৬৪ মেগাপিক্সেল ‘আইসোসেল’ সেন্সর যার রেজোলিউশন খুবই বেশি। পিক্সেল-মার্জিং ‘টেট্রাসেল টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। সেই সঙ্গে থাকবে স্পেশাল কালার-ফিল্টার।
নতুন মডেল ভারতের বাজারে লঞ্চ করতে পারে সেপ্টেম্বর বা অক্টোবরে। সমস্ত অনলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে এই নতুন মডেল। দাম নিয়ে বিশেষ কোনও তথ্য দেয়নি স্যামসাং। তবে অনুমান, গ্যালাক্সি এ-৭০এসের দাম শুরু হতে পারে ২৩ হাজার টাকা থেকে।
গ্যালাক্সি সিরিজের আরও কিছু ফোন বাজারে আনতে পারে স্যামসাং। যেমন গ্যালাক্সি এ ১০ এস। ‘ওয়াটার ড্রপ নচ’-এর মতো উন্নতমানের প্রযুক্তির এই ফোনে থাকবে ডুয়েল ক্যামেরা এবং রিয়ার- মাউন্টেড ফিঙ্গার-প্রিন্ট সেন্সর, যা গ্যালাক্সি এ ১০-এ ছিল না।