গুগলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভয়েস রেকর্ড হ্যাকিংয়ের শিকার হয়েছে। অ্যাসিস্ট্যান্টের কার্যকারিতা পরীক্ষা ও উন্নয়নের জন্য ব্যবহারকারীদের ভয়েস রেকর্ড করত গুগল। সম্প্রতি নেদারল্যান্ডসের কিছু ভয়েস রেকর্ড চুরি করেছে হ্যাকাররা। আর এ ঘটনার পরই ইউরোপীয় ইউনিয়নে ভয়েস রেকর্ড পর্যালোচনা বন্ধ ঘোষণা করেছে গুগল। খবর রয়টার্স।
গত জুলাইয়ে গুগল স্বীকার করে, ভয়েস রেকর্ড পরীক্ষা ও পর্যালোচনার দায়িত্বে নিয়োজিত অংশীদার প্রতিষ্ঠানের ডাটা চুরি গেছে।
এর আগে সিএনবিসি জানায়, এক হাজারের বেশি ব্যক্তিগত আলাপের রেকর্ড বেলজিয়ামের একটি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে। এসব রেকর্ডের মধ্যে স্বাস্থ্য পরিস্থিতি এবং ক্রেতার ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র বলেছেন, নেদারল্যান্ডসের ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা তদন্তের স্বার্থে অ্যাসিস্ট্যান্ট ডাটা রিভিউর কাজ স্থগিত করেছি।