ভবিষ্যতে গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের জটিলতা এড়াতে সম্প্রতি ‘হারমোনিওএস’ তৈরির ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।
এবার নিজ দেশে অপারেটিং সিস্টেমটিতে চলা প্রথম ডিভাইস উন্মুক্ত করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ‘অনার ভিশন’ নামের ৫৫ ইঞ্চি স্ত্রিনের স্মার্ট টেলিভিশনটি ক্যামেরার সাহায্যে ব্যবহারকারীদের চেহারা শনাক্ত করার পাশাপাশি ঘরের ইন্টারনেটযুক্ত অন্যান্য ডিভাইসও নিয়ন্ত্রণ করতে পারে। হুয়াওয়ের ‘হংগু ৮১৮’ অক্টাকোর প্রসেসরে চলা টেলিভিশনটিতে বর্তমানের তুলনায় স্মার্টফোন থেকে দ্রুত ছবি শেয়ার করা সম্ভব।
‘হারমোনিওএস’ কাজে লাগিয়ে স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যাবে। আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠেয় ‘আইএফএ’ প্রদর্শনীতে দেখা মিলবে।