এবার কুমির শনাক্ত করতে ব্যবহার হচ্ছে ড্রোন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সাঁতারুদের আশেপাশে কোনো কুমির থাকলে তা মুহূর্তেই জানিয়ে দেবে এই ড্রোন। খবর বিবিসি।
ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি ও লিটল রিপার গ্রুপ যৌথভাবে এই ড্রোন বানিয়েছে। যেটি সাগরের ১৬টি ভিন্ন প্রজাতির প্রাণী শনাক্ত করতে পারে এবং এটি ৯৩ শতাংশ নিখুঁত বলে দাবি করেছে নির্মাতা দলটি। সাইরেন, স্পিকার এবং পানিতে ভেসে থাকার প্রযুক্তিসম্পন্ন ডিভাইস রয়েছে এসব ড্রোনে। বিপদে রয়েছেন এমন সাঁতারুদের পাশে ফেলা হবে এই ডিভাইসগুলো।
লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ড. সার্গি উইচ বলেন, অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ এটি। আমি মনে করি এটি ড্রোনের দারুন ব্যবহার। এটি যদি মানুষের নিরাপত্তা বাড়ায় তবে এটি আসলেই অনেক উপকারী।
লিটল রিপার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা পল স্কালি-পাওয়ার বলেন, কুমির অন্ধকার এবং কাঁদা পানির মতোই মানুষকে হামলা করছে। তাই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি।