ইরানের মহাকাশ সংস্থা আগামী মার্চ নাগাদ ৩টি উপগ্রহ পাঠাবে। এ তিনটি উপগ্রহের নাম হচ্ছে নাহিদ-১, জাফর এবং পারস-১।
এগুলো হচ্ছে দূর নিয়ন্ত্রিত উপগ্রহ। দেশটির মহাকাশ সংস্থার পরিচালক মোর্তেজা বারারি বলেন চলতি ফারসি বছর শেষ হওয়ার আগেই এসব উপগ্রহ পাঠানো হবে।
নাহিদ-১ উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে আড়াইশ কিলোমিটার উচু দিয়ে ঘুরবে এবং মহাকাশে আড়াই মাস অবস্থান করবে। এসব উপগ্রহে সৌর শক্তির সংযোজন করা হয়েছে। নাহিদ-১ উপগ্রহঠি যোগাযোগ উপগ্রহ।