২০১৭ সালের আগস্ট মাসেই ডিজনি কোম্পানীর প্রধান নির্বাহী বব ইগার ঘোষণা দিয়েছিলেন যে, নেটফ্লিক্সসহ সকল প্রতিদ্বন্দ্বী মিডিয়ার পাশাপাশি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অনলাইন সম্প্রচারে যাচ্ছে তারা। দুই বছর আগে দেওয়া এ ঘোষণাটিই এবার বাস্তব করতে যাচ্ছে শত বছরের পুরনো ভিডিও প্রযোজনা সংক্রান্ত এ প্রতিষ্ঠানটি।
তিন মাস বাদেই অর্থাৎ নভেম্বর মাসে তারা এই সেবা চালু করতে যাচ্ছে বলে জানা গেছে। আর ক্যালিফোর্নিয়ার ডি২৩ এক্সপোতে ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করার খরচ ও কনটেন্ট সম্পর্কে জানিয়েছে।
জানা গেছে, এই সেবার মাধ্যমে কনটেন্ট দেখতে প্রতি মাসে ৭ ডলার সাবস্ক্রিপশন ফিতে সাতটি ইউজার প্রোফাইল ব্যবহার করা যাবে। তাদের কনটেন্টগুলো ৪কে রেজুলেশনে চারটি ডিভাইসে দেখা যাবে। তবে এর জন্য মাসে গুণতে হবে ১৬ ডলার। আর দুটি ডিভাইসে কনটেন্ট দেখতে চাইল খরচ পড়বে ১৩ ডলার।
এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ৫০০ সিনেমা ও সাড়ে সাত হাজার টিভি অনুষ্ঠানের পর্ব দেখার সুযোগ থাকছে। পাশাপাশি ক্যাপ্টেইন মার্ভেল, দ্য ম্যান্ডালরিয়ান, দ্য সিম্পসনসের মতো সিরিজগুলোও দেখা যাবে।
শুধু তাই নয়, এই মোবাইল অ্যাপটি অফলাইন ডাউনলোডও সাপোর্ট করবে। তাই যে কেউ চাইলে ইচ্ছেমতো কনটেন্ট অফলাইনে ডাউনলোড করতে পারবেন।
প্রসঙ্গত, নেটফ্লিক্স ও অ্যাপল টিভি প্লাসের সঙ্গে টেক্কা দিতেই ১২ নভেম্বর থেকে চালু হচ্ছে ডিজনি প্লাস।
প্রতিষ্ঠানটি এর আগে এক ঘোষণায় জানায়, ডিজনি প্লাসে নিজস্ব কনটেন্টের পাশাপাশি থাকছে ফ্র্যাঞ্চাইজি কোম্পানিগুলোর অনুষ্ঠানও। এদের মধ্যে রয়েছে পিক্সার, মার্ভেল, ন্যাশনাল জিওগ্রাফিক ও স্টার ওয়ার্স। তবে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিদ্যমান চুক্তি বাস্তবায়ন করতে আরও বছর চারেক লাগতে পারে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এ সময়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে নিজস্ব কনটেন্ট দিয়েই স্ট্রিমিং সেবা চালু করাকে।
ডিজনি প্লাস জানিয়েছে, চালু হওয়ার এক বছরের মধ্যেই তাদের লাইব্রেরি থেকে অন্তত ৭৫০০টি পর্ব এবং ৫০০ সিনেমা দেখা যাবে। বর্তমানে জনপ্রিয়তা পাওয়া ফ্রোজেন, মোয়ানা, বিগ হিরো সিক্স চলচ্চিত্রগুলোই শুধু নয়, দেখতে পাওয়া যাবে ৯০ দশকের দ্য লায়ন কিং, আলাদীন, বিউটি এন্ড দা বিস্ট, ডাম্বো, বাম্বি, পিনোচিও এর মত ক্লাসিক এবং পুরনো চলচ্চিত্রগুলোও।