৩ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাঠানো শুরু করবে গুগল। শুরুতে শুধুমাত্র পিক্সেল সিরিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছাবে। পিক্সেল ৩এ, পিক্সেল ৩এ এক্সএল, পিক্সেল ৩ আর পিক্সেল ৩ এক্সএল ছাড়াও ২০১৭ সালে উন্মোচন হওয়া পিক্সেল ২ আর পিক্সেল ২ এক্সএল ফোনে পৌঁছাবে অ্যান্ড্রয়েড ১০ আপডেট।
অক্টোবর মাসে উন্মোচন হবে গুগল এর নতুন জেনারেশন স্মার্টফোন পিক্সেল ৪ আর পিক্সেল ৪ এক্সএল। উন্মোচনের সময় এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।
পিক্সেল ৪ সিরিজের ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এই খবর সত্যি হলে এই প্রথম কোন পিক্সেল সিরিজ ডিভাইসের পিছনে একাধিক ক্যামেরা দেখা যাবে।
এছাড়াও এই ফোনে লেটেস্ট জেনারেশন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর থ্রিডি ফেস আনলক ফিচার থাকতে পারে।
এতদিন প্রত্যেক অ্যান্ড্রয়েড ভার্সানের নামে বিভিন্ন মিষ্টির নাম যুক্ত থাকত। এই প্রথম সংখ্যা দিকে অ্যন্ড্রয়েড ভার্সানের নাম রেখেছে গুগল। অ্যান্ড্রয়েড এর দশম ভার্সানের নাম রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ১০।
বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড । এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সানে এমন কিছু মিষ্টির নামে রাখা হয়েছিল, বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষ যে নাম শোনেন নি। এর ফলে সেই নামের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার মিষ্টির নামে অ্যান্ড্রয়েড ভার্সানের নাম রাখা থেকে সরে দশম ভার্সানের নাম হল অ্যান্ড্রয়েড ১০। এর ফলে বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সান সম্পর্কে গ্রাহকের মনে যে সংশয় রয়েছে তা দূর হবে। দশম বর্ষে অ্যান্ড্রয়েড ১০ এর পরে আগামী বছরে অ্যান্ড্রয়েড ১১ উন্মোচন হবে। এই ভাবে সংখ্যায় নামকরন করে গ্রাহকের মনের সংশয় দূর করতে চাইছে গুগল।
এক দশক আগে অ্যান্ড্রয়েড ১.৫ কাপকেক এর হাত হরে মোবাইল অপারেটিং জগতে অ্যান্ড্রয়েড প্রবেশ করেছিল। এর পরে ধীরে ধীরে বিভিন্ন ভার্সান সামনে এসেছিল। এক নজরে গত এক দশকে সব অ্যান্ড্রয়েড ভার্সানগুলি দেখে নিন।
Android 1.5 – Cupcake
Android 1.6 – Donut
Android 2.0, Android 2.1 – Éclair
Android 2.2 – Froyo
Android 2.3, Android 2.4 – Gingerbread
Android 3.0, Android 3.1, Android 3.2 – Honeycomb
Android 4.0 – Ice Cream Sandwich
Android 4.1 – Jelly Bean
Android 4.4 – KitKat
Android 5 – Lollipop
Android 6 – Marshmallow
Android 7 – Nougat
Android 8 – Oreo
Android 9 – Pie