অফিসে যাওয়ার পথে দেখলে স্মার্টফোনে মাত্র ৫% চার্জ। চিন্তা না করে চার্জে বসিয়ে দিলেন। ১৩ মিনিট পরেই ফুল চার্জ। এমনই আল্ট্রা ফাস্ট চার্জিংয়ের প্রযু্ক্তির স্মার্টফোন নিয়ে আসছে ভিভো।
ভিভোর দাবি, এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৫ মিনিটেই হবে ৫০% চার্জ। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে ভিভো।
সেপ্টেম্বরে অবমুক্ত হচ্ছে ভিভো নেক্স ৩। এতেই ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি থাকছে বলে জানিয়েছে ভিভো।
শুধু তাই নয়, ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে জন্য ৬,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে ওই স্মার্টফোনে। ফলে সাধারণ ব্যবহারে প্রায় ২ দিন চার্জ থাকবে এতে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ছাড়াও ভিভো নেক্স ৩ ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯৯.৩%। থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।