মনের মানুষ খুঁজে দেয়ার প্লাটফর্ম হিসেবে নাম লিখিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি তাদের নতুন ডেটিং অ্যাপ ‘ফেসবুক ডেটিং’ মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করেছে।
গত বছর ফেসবুকের এফ৮ ডেভেলপার কনফারেন্সে এ ডেটিং অ্যাপের ঘোষণা দিয়েছিল। ১৮ বছরের ওপরের ব্যবহারকারীরা এ সেবা ব্যবহার করতে পারবেন। অবশ্য মোবাইলে ব্যবহার করা যাবে এ ফিচার; কিন্তু ডেস্কটপ থেকে এ ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। বর্তমানে এ অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং এটি ফেসবুকের মূল অ্যাপের অংশ হিসেবে থাকবে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজের পেজে লিখেন, ‘ডেটিং এমন একটি আচরণ, যা আমরা ফেসবুকে অনেকদিন ধরে দেখেছি। আর তাই আমরা এর আরও সহজ ও সুবিধাজনক উপায় বের করেছি।’ শুরুতে ১৮ বছরের বেশি বয়সীরা এটি ব্যবহার করতে পারবেন। এমনকি এতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং এর কোনো প্রিমিয়াম ফিচার থাকবে না। ফেসবুক ডেটিং এখন ২০টি দেশে লাইভ এবং শীঘ্রই সব দেশে ফেসবুক ডেটিং অ্যাপ আসছে।