গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে রেডমি টিভি। এই প্রথম রেডমি ব্র্যান্ডের অধীনে টিভি লঞ্চ করেছে শাওমি। রেডমি টিভিতে রয়েছে ৭০ ইঞ্চি ৪কে এইচডিআর ডিসপ্লে। এবার ভারতের বাজারে আসতে চলেছে এই স্মার্ট টিভি।
ইতিমধ্যেই এমআই ব্র্যান্ডের অধীনে ভারতে একাধিক স্মার্ট টিভি বিক্রি করে চাইনিজ কোম্পানিটি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ভারতে অফিশিয়ালি বিক্রিয় শুরু হবে রেডমি ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) শাওমির অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রেডমি টিভির টিজার প্রকাশ করা হয়েছে। টিজানে জানানো হয়েছে স্মার্ট লিভিং এর জন্য ১৭ সেপ্টেম্বর ভারতে নতুন টিভি লঞ্চ হবে। ছবিতে একটি পাতলা বেজেলের টিভি দেখা গিয়েছে। তবে এই টিভির সাথেই ১৭ সেপ্টেম্বর আরও কয়েকটি পণ্য লঞ্চ করতে পারে শাওমি।
খুবই পাতলা এই টিভিকে দেওয়ালে ঝোলানোর পাশাপাশি টেবিল-টপ হিসেবেও রাখা যাবে। এই টিভিতে থাকছে কোয়াড কোর ৬৪ বিট এমলজিক চিপসেট, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেয। ডলবি অডিও এবং ডিটিএইচ এইচডির মতো নানা রকমের অডিও প্রযুক্তি রয়েছে এতে।