কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে ২০১৯ সালে গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৪। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। নতুন রিপোর্টে পিক্সেল ৪ ফোনের ছবি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনের ক্যামেরায় থাকবে ৮এক্স জুম। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট সাইট মোড। সাথে থাকবে ৬ জিবি র্যাম।
ফোনটিতে অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশান মোড ব্যবহার হয়েছে। এই মোডে খুব সহজেই খুব দ্রুত বেগে চলা জিনিসের ছবি তোলা যাবে। এমনকি সেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করত পারবে পিক্সেল ৪।
পিক্সেল ৩ এ প্রথম নাইট সাইট মোড নিয়ে এসেছিল গুগল। পিক্সেল ৪ ফোনে সেই মোডেও উন্নতি হবে। আগে নাইট সাইটে ছবি তুলতে অনেকটা সময় লাগত। আপডেটের পরে নাইট সাইট মোডে কম সময়ে ছবি তোলা সম্ভব হবে।
ক্যামেরা স্পেসিফিকেশন ছাড়াও সম্প্রতি ইন্টারনেটে পিক্সেল ৪ এর ছবি সামনে এসেছে। সেখানে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। ফোনটির ডিসপ্লের চারপাশে চওড়া বেজেল থাকছে। পিছনে থাকছে কোম্পানির লোগো। এছাড়াও পিক্সেল ৪ এর পিছনে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। যেটা পিক্সেল সিরিজের কোন স্মার্টফোনে এবারই প্রথম। ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 16 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।