স্মার্টফোনের কারণে দুনিয়া এখন হাতের মুঠোয়। ইন্টারনেট সেবা সহজলভ্য হয়ে যাওয়ায় স্মার্টফোনের মাধ্যমেই যাবতীয় কাজ সারতে পারছে মানুষ। তবে উপকারের চেয়ে অপকারিতাও কম নয় স্মার্টফোনের। কারণ ফোনের সঙ্গেই প্রতি মুহূর্তে কাটছে মানুষের।
স্মার্টফোনের তেজস্ক্রিয় রশ্মি মানুষের শরীরের নানা ক্ষতি করে, এই আশঙ্কা নতুন কিছু নয়। ক্ষতিকর এই রশ্মি একাধিক অসুখের জন্ম দিতে পারে। এমনকি মরণব্যাধি ক্যানসারের কারণও হয়ে উঠতে পারে।
কোন স্মার্টফোন কেমন রেডিয়েশন ছড়ায় সেটির একটি তালিকা প্রকাশ করেছে স্ট্যাটিস্টা অনলাইন। তালিকাটিতে রেডিয়েশন ছড়ানোয় শীর্ষে আছে শাওমি এমআই এ ওয়ান। প্রতি কেজিতে ১.৭৫ ওয়াট তেজস্ক্রিয় বিকিরণ ঘটাচ্ছে শাওমি কোম্পানির এই স্মার্টফোনটি।
পরের স্থানেও আছে একই কোম্পানির এমআই ম্যাক্স থ্রি মডেলের ফোনটি। প্রতি কেজিতে ১.৫৮ ওয়াট রেডিয়েশন বিকিরণ করছে এই ফোন। তৃতীয় স্থানে থাকা ওয়ানপ্লাস সিক্স টি রেডিয়েশন ছড়ায় প্রতি কেজিতে ১.৫৫ ওয়াট।
তেজস্ক্রিয়তা তুলনামূলক কম ছড়ায় এমন ফোনই বেছে নেওয়া উচিত। পাশাপাশি জেনে নেওয়া উচিত স্মার্টফোনের এই তেজস্ক্রিয়তা বিকিরণ থেকে কীভাবে বাঁচা সম্ভব।
এর কয়েকটি সহজ উপায় হচ্ছে, কানে লাগিয়ে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার অভ্যাস কমিয়ে ফেলতে হবে। ভয়েস কলের পরিবর্তে চ্যাট বা টেক্সট করা বাড়িয়ে দিতে পারেন। ফোনে বেশি কথা বলার প্রয়োজন হলে স্পিকার বা হেডফোন ব্যবহার করা যেতে পারে।
এ ছাড়া নম্বর ডায়াল করেই কানে ফোন ধরা উচিত না। বিপরীত থেকে আগে রিসিভ করার পর ফোন লাগান। নেটওয়ার্কের সমস্যা আছে, এমন জায়গা এড়িয়ে চলুন।