কল অফ ডিউটি সিরিজের নতুন ফার্স্ট পারসন শুটিং গেম কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেমটি ফ্রী পাচ্ছেন আসুসের যে কোন RTX গ্রাফিক কার্ডের সাথে।
সেপ্টেম্বর ১৭ থেকে নভেম্বর ১৮ পর্যন্ত আসুসের আরটিএক্স গ্রাফিক্স কার্ড কিনলেই নতুন এই গেমটি পাওয়া যাবে। আসুসের আরটিএক্স সিরিজের গ্রাফিক্স কার্ড কিনার পর গেমটি আসুসের অফিসিয়াল ওয়েবসাইট হতে ১১ ডিসেম্বরের মধ্যে অথবা এনভিডিয়ার ওয়েবসাইট থেকে ডিসেম্বর ১৮ তারিখের মধ্যে গেমটির ডিজিটাল নাম্বারটি নেওয়া যাবে।
বিস্তারিত জানতে চোখ রাখুন এই লিংকেঃ https://www.asus.com/events/info/activity_COD/