বাংলাদেশের বাজারে নতুন দুই মডেলের স্মার্টফোন নিয়ে আসছে লেনোভো। লেনোভো এ৫ এবং লেনোভো এ৬ নোট মডেলের ফোন দুটি বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস। ২০১৬ সালে স্মার্ট টেকনোলজিসের হাত ধরে দেশের বাজারে আসে লেনোভো স্মার্টফোন।
এক বিজ্ঞপ্তিতে স্মার্ট টেকনোলজিস জানায়, লেনোভো এ৫ স্মার্টফোনে রয়েছে ৩ জিবি র্যাম ও ১৬ জিবি রম। ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সঙ্গে ১০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা সম্বলিত ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। ডিভাইসটির পেছন দিকে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আর এর সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে পেছন দিকে। ফোনটির দাম ১১ হাজার ৫০০ টাকার মধ্যে হতে পারে।
আর লেনোভো এ৬ নোটে রয়েছে ৬.০৮৮ ইঞ্চি ওয়াটার ড্রপ মেগা ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে হেলিও পি২২ প্রসেসর ব্যবহার হয়েছে। ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি রয়েছে ১০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা রয়েছে ফোনটিতে।
লেনোভো এ৬ নোটের অন্যতম আকর্ষণ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সযুক্ত ডুয়াল ক্যামেরা। ডিভাইসটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। এছাড়া সামনের দিকে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। লেনোভো এ৬ নোটের দাম ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।