‘স্লোফি’র জন্য মার্কিন ট্রেডমার্ক আবেদন করেছে অ্যাপল। এর মাধ্যমে বিশ্বব্যাপী এই ফিচার ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে চাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
আইফোন ১১-এ স্লোফি নামে নতুন ফিচারটি চালু করেছে অ্যাপল। ১২০ এফপিএস রেটে সেলফি রেকর্ড করা হয় এই ফিচারের মাধ্যমে। অ্যাপল এটির ব্যাখা দিয়েছে “ছবি ধারণ এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য ডাউনলোডএবল কম্পিউটার সফটওয়্যার।”
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ক্যামেরা ফিচারে স্লোফি প্রযুক্তির ব্র্যান্ডিং বন্ধের লক্ষ্যেই এই ট্রেডমার্ক করতে যাচ্ছে অ্যাপল। বর্তমানে শুধু আইফোন ১১ সিরিজের জন্য এক্সক্লুসিভ বলা হচ্ছে স্লোফি ফিচার।
ট্রেডমার্কের জন্য ৪০০ মার্কিন ডলারে আবেদন করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ৩টি মডেলের আইফোন ১১ উন্মোচন করেছে অ্যাপল। নিখুঁত ফটোগ্রাফির জন্য আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর পেছনে রাখা হয়েছে তিনটি করে ক্যামেরা সেন্সর।