স্মার্টফোনে আগুন ধরে যাওয়া বা ফেটে যাওয়ার ঘটনা আমরা মাঝেমাঝেই শুনে থাকি। তবে এই ঘটনা যদি কোনো ভালো ব্র্যান্ডের স্মার্টফোনেও ঘটে তবে তা চিন্তার বিষয়। কিছুদিন আগেই আইফোন ব্লাস্ট করার খবর সামনে এসেছিলো। এবার শাওমির বাজেট ফোন রেডমি ৬এ ব্লাস্ট করলো।
Fossbytes এর একটি রিপোর্ট অনুযায়ী, ব্যক্তির প্যান্টের পকেটে রাখা অবস্থায় রেডমি ৬এ ফোনটি একাএকা গরম হয়ে ফেটে যায়।
রিপোর্ট অনুসারে, অন্ধ্র প্রদেশের বাসিন্দা মধু বাবু যখন কাজে যাচ্ছিলেন তখন তিনি বুঝতে পারেন যে তার প্যান্টের পকেটে রাখা রেডমি 6এ গরম হয়ে উঠছে। হঠাৎ তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং দেখেন তার পকেট থেকে ধোঁয়া বার হচ্ছে। ভীত হয়ে তিনি ডিভাইসটিকে রাস্তায় ফেলে দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন । পুরো দুর্ঘটনায় মধু গুরুতর আহত হন।
মধু এ বিষয়ে বলেন, “ফোনটি এমনভাবে জ্বলছিল যেন মনে হচ্ছিলো কেউ এটিকে কেরোসিনে চুবিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।” মধু আরও জানিয়েছে যে, ডিভাইসটির কভারটিও পুরোপুরি জ্বলে উঠেছিল এবং যদি কভারটি না থাকতো তবে তার আরও বেশি আঘাত লাগতো।
অকস্মাৎ এভাবে ফোনটি ব্লাস্ট করার সঠিক কারণ জানা না গেলেও, ছবি দেখে মনে করা হচ্ছে ফোনটির ব্যাটারিতে সমস্যা ছিল। বাবু জানান যে তিনি কাজে যাওয়ার আগে দুই ঘন্টা তার স্মার্টফোনটি চার্জ করেছিলেন। যদিও এও জানা যায়নি বাবু ফোনটি চার্জ করার সময় অরিজিনাল চার্জার ব্যবহার করেছিলেন নাকি বাজারের কোনো চার্জার থেকে চার্জ করেছিলেন। শাওমিকে এই বিষয়ে জানানো হলে তারা ঘটনার পূর্ণ তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে।