এখনকার দিনে যেমন প্রায় প্রতিদিন নতুন স্মার্টফোন লঞ্চ হয়। তবে তার বেশির ভাগই বাজেট ফোন। আমাদের দেশে বাজেট ফোনের চাহিদাই বেশি। কারণ প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ফোনগুলো দাম অনেক বেশি হওয়ায় আমরা সেগুলোকে এড়িয়ে চলি।
এদিকে দাম হওয়ার কারণে বাজেট ফোনগুলো তুলনামূলক ভাবে বেশি খারাপ হয়। আর এই কারণেই আমরা অনেক সময় ঘরেই ফোন খুলে সারাতে শুরু করি।
একটি স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ডিসপ্লে। ডিভাইস যদি হাত থেকে নিচে পরে তবে হার্ডওয়্যারের এই অংশটিই বেশি ক্ষতিগ্রস্থ হয়। প্রিমিয়াম স্মার্টফোনের ডিসপ্লের দাম সবচেয়ে বেশি। কিছু প্রিমিয়াম ফোনের ডিসপ্লের দাম তো ফোনটির দামের অর্ধেক। এমনকি বাজেট ফোনগুলোর ডিসপ্লের দামও তুলনামূলক ভাবে বেশি থাকে। আর এই কারণেই অনেকে ডিসপ্লে খারাপ হলে নতুন ফোন কেনার কথা ভাবে। তবে কেউ কেউ বাড়িতে ফোনের প্রাথমিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে।
আসুন জেনে নিই ঘরে বসে ফোন সারাই করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার…
বাড়িতে ফোন সারানোর বিকল্প :
আমাদের ফোনে ডিসপ্লের সমস্যা ছাড়াও চার্জিং, স্পিকার প্রভৃতির সমস্যাও। যদিও এখনকার ফোনগুলো বাড়িতে খোলা কঠিন, তবে উল্লেখিত সমস্যা গুলো আপনি রিপেয়ারিং টুলের সাহায্যে অনেক সময় বাড়িতেই ঠিক করতে পারেন। অনেক সময় দেখা যায় ফোনগুলোর চার্জিং পোর্টে ধুলো জমে আর চার্জ নেয়না। আবার স্পিকারের একটি তার খুলে যাওয়ায় সাউন্ড আসছেনা। এইসব ক্ষেত্রে আপনি বাড়িতে বসেই সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও iFixit এর মতো ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এই সাইটে আপনি ধাপে ধাপে ফোন রিপেয়ারিং শিখতে পারেন।
সবথেকে ভালো সার্ভিস সেন্টার থেকে সরানো :
আপনার ফোনের বড়সড় সমস্যা কখনোই বাড়িতে সরানো সম্ভব নয়। কারণ আপনার কাছে পার্টস থাকার সম্ভাবনা কম। সেই কারণেই অনুমোদিত সার্ভিস সেন্টার থেকেই ফোন সারাই করা বুদ্ধিমানের কাজ। কারণ এখানে আপনি ওরিজিনাল পার্টসটাই পেয়ে যাবেন। আবার বাড়িতে ফোন খুললে ওয়ারেন্টি বাতিল করে কোম্পানি। সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে এই ধরণের সমস্যা থাকেনা।