খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো আগামী বছরে আইফোনের নকশায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা দিয়েছেন। নতুন এই আইফোনের নকশা অনেকটাই পুরনো আইফোন ৪ এর মতো হতে পারে।
তিনি আরও বলেন, আইফোন ১১ এর মতো নতুন আইফোনের সামনে ও পেছনে থাকবে ২/২.৫ডি গ্লাস। ডিভাসটির চারপাশে থাকবে ধাতব ফ্রেম। তবে বর্তমান বাঁকানো বা গোলাকার ফ্রেইমের বদলে আইফোন ৪-এর মতো সমতল ফ্রেইম থাকবে নতুন মডেলটিতে।
আশা করা যাচ্ছে, ২০২০ সালে আইফোনের চাহিদা বাড়ানোর মূল কারণ হতে পারে এই নতুন নকশা। এর ফলে সামনের বছরের দ্বিতীয়ার্ধে এ বছরের চেয়ে প্রায় ১৫ শতাংশ বিক্রি বৃদ্ধি পাবে।